বাংলার একজন স্বাধীন সুলতান (১২৮৭–১২৯১) নাসিরউদ্দিন বুগরা খানের নামানুসারে এই জেলার নামকরণ করা হয়। বাংলাদেশের উত্তরবঙ্গে এক ঐতিহ্যবাহী প্রাচীন জনপদ গড়ে উঠেছিল এই বগুড়া। প্রাচীন পুণ্ড্র রাজ্যের রাজধানী পুণ্ড্রবর্ধনের বর্তমান নাম মহাস্থানগড়, যা বগুড়াজেলায় অবস্থিত এবং এটি একটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে পরিচিত।
গুড়া জেলার তথ্য :
বগুড়া জেলা বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত, বগুড়া জেলাকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা হয়।
বগুড়া জেলা রাজধানী বিভাগের অন্তর্ভুক্ত।
বগুড়া জেলা প্রতিষ্ঠিত হয় ১৮২১ সালে, জেলা কোড ১০,
বগুড়া জেলা বাংলার প্রাচীনতম একটি নগরী, মমধ্যযুগে পুন্ডবর্ধণ নামে পরিচিত ছিলো, পুন্ডবর্ধণের বর্তমান নাম মহাস্থান নগর
বগুড়া জেলার নাম করণ নিয়ে একটি তথ্য রয়েছে, ১২৮১ থেকে ১২৯০ খ্রিষ্টাব্দে দিল্লির সুলতান গিয়াস উদ্দিনের দ্বিতীয় পূত্র সুলতান নাসির উদ্দীন বগরা খানের নাম অনুসারে বগুড়া নামকরণ করা হয়।
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বগুড়া জেলা ৭ নং সেক্টরের অধীনে ছিলো।
বগুড়া জেলার মোন আয়তন ২৮৯৮.২৫ বর্গ কিলোমিটার
উত্তরে গাইবান্ধা জয়পুরহাট জেলা দক্ষিনে নাটোর ও সিরাজগঞ্জ জেলা পূর্বের যমুনা নদী ও জামালপুর জেলা এবং পশ্চিমে নওগাঁ জেলা অবস্থিত।
মোট জন সংখ্যা : ২০১১ সালের আদমশুমারী অনুযায়ী ৩৫ লক্ষ ৩৯ হাজার
মোট উপজেলার সংখ্যা : বগুড়া সদর, বগুড়া জেলার উপজেলা সংখ্যা মোট 12 টি শেরপুর নন্দীগ্রাম, শিব কাহালু, ধনুট, গাবতলী, হারিয়ে গান্ধী, সোনাতলা, রূপচাঁসিয়া ও শাহজাহানপুর
পুলিশ থানার সংখ্যা : মোট ১২ টি এবং জাতীয় সংসদ আসন সংখ্যা ৭ ট।
বগুড়া জেলা করতোয়া নদীর তীরে অবস্থিত, এছাড়া যমুনা ইছামতী, নাগর,বাংগালী, ইত্যাদি নদী এই জেলার উপর দিয়ে বয়ে গেছে।
বগুড়া জেলার অনেক ঐতিহাসিক ও দর্শনীয় স্থান রয়েছে, এগুলোর মধ্যে মহাস্থানগড় বগুড়া সাত মাথা, শহিদ চান্দু স্টেডিয়াম, বইরাগির ভিটা,বাংলাদেশ মসলা গবেষণা কেন্দ্র, পাচপির মাজার,এগুলো বিষয়ে ভাবে উল্লেখযোগ্য।
বগুড়া জেলার উল্লেখযোগ্য ব্যক্তির মধ্যে ব্রিটিশ বিরোধী নেতা প্রতুল্ল চাকি, সাবেক রাষ্টপতী লেফটেন্যান্ট জেনারেল জিয়াউর রহমান, লেখক ও সাংবাদিক এমার আক্তার মুকুল পাকিস্তানের সাবেক প্রধান মন্ত্রী মোহাম্মদ আলী বুকুরা, ক্রিকেটার মুশফিকুর রহিম, বিশেষ ভাবে উল্লেখযোগ্য।
বগুড়া জেলার বিক্ষাত খাবার : দই সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও বগুড়ার দই খুবই জনপ্রিয়
https://www.livewell99.com/2024/04/blog-post_23.html