কাজীপুর উপজেলার ইতিহাস
থানা এবং উপজেলার স্বীকৃতি কাল : সিরাজগঞ্জ জেলার ৯ টি উপজেলার মধ্যে অন্যতম হল কাজীপুর উপজেলা,বৃটিশ শাসন আমলে ১৯২০ সালে থানা প্রতিষ্ঠিত হয়,১৯৮৪ সালে কাজীপুর থানা উপজেলার হিসেবে কার্যক্রম শুরু করে,
জন সংখ্যা : ২ লক্ষ্য ৮৫ হাজার ৩ শত ৯ জন (মহিলা ১ লক্ষ্য ৪৫ হাজার ৯৬ জন)
পৌরসভার : ১ টি,
ইউনিয়ন : মোট ১২ টি, ( নাম: সোনামুখি, চালিতা ডাংগা,গান্ধাইল, শুভগাছা,কাজীপুর সদর,মাইজগাদী, খাস রাজবাড়ি, নাটুয়াপাড়া, টেকানী, নিশ্চিন্তপুর, মুন্সুরনগর
মোজা : ১১৫ টি,
গ্রাম: ১৯৮ টি,
নদী : মোট ২ টি, নাম যমুনা ও ইছামতী।
শিক্ষাপ্রতিষ্ঠান
প্রাথমিক বিদ্যালয়: মোট ২৩৭ টি
মাধ্যমিক বিদ্যালয় : ৫২ টি
মহাবিদ্যালয় :১৩ টি
কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান: ৭টি
ফাজিল মাদ্রাসা :১ টি
দাখিল মাদ্রাসা : ১০ টি
কারিগরি স্কুল : ৫ টি
এবার শিক্ষার হাত, ৪৫%
কাজীপুর উপজেলার স্বাস্থ্য সংক্রান্ত
স্বাস্থ্য কমপ্লেক্স ১ টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ৮ টি এবং ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ৪ টি
পোস্ট অফিস : ১৯ টি
ধর্মীয় প্রতিষ্ঠান : মসজিদ ৭৪২ টি, মন্দির ৩৯ টি।
উপজেলার দর্শনীয় স্থান : মেঘাই পর্যটন কেন্দ্র ও বরইতলা।
https://www.livewell99.com/2024/04/blog-post_21.html