সিরাজগঞ্জ জেলা সম্পর্কে
Help Center
21 Apr, 2024
সিরাজগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পশ্চিম রাজশাহী বিভাগের একটি জেলা
তাঁত শিল্প এ জেলাকে বিশ্বের দরবারে পরিচিত করেছে, বঙ্গবন্ধুর যমুনা সেতু এবং সিরাজগঞ্জ জেলা রক্ষা বাঁধের অপূর্ব সৌন্দর্য এ জেলাকে পর্যটন সমৃদ্ধ জেলার খ্যাতই এনে দিয়েছে
তাছাড়া শাহজাদপুর উপজেলার রবীন্দ্র কাচারি বাড়ি বাঘাবাড়ি মিল্কভিটা বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পারের ইকোপার্ক, বাঘাবাড়ি নদী বন্দর এজেলাকে সমৃদ্ধ করেছে
বিক্ষাত ব্যক্তিগত.
১৭৮৬ সাল থেকে ১৭৯৩ সাল প্রযন্ত লর্ড কর্নোয়ালস এর আমলে সিরাজ আলী চৌধুরী নামের এক সম্ভান্ত্র জমিদার ছিলেন তার নাম অনুসারে জেলার নাম করন করা হয় সিরাজগঞ্জ, এ জেলার আয়তন ২৪৯৭.৯২ বর্গ কি.মি., মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী, মৌলানা খন্দকার আব্দুল রসিদ তর্কবাগীশ, নায়ক উজ্জ্বল জন্মেছেন এই জেলায়।
Code: nur213amin$$