শ্রমিকদের ঘাম আর রক্তে ভেজা আজকের মে দিবস
শ্রমিকদের ঘাম আর রক্তে ভেজা আজকের মে দিবস
দুনিয়ার মজদুর এক হও’ কিংবা ‘সকল দেশের সর্বহারারা, এক হও’ এমন সব স্লোগান শুনলেই আমাদের মাঠে-ঘাটে, কারখানায় ঘামে ভেজা শ্রমিকদের প্রতি অত্যাচার, নিপিড়নের কথা মনে পরে
মে দিবসের ইতিহাস বিশ্লেষণ করলে আমাদের ফিরে যেতে হবে শিল্পবিপ্লবের সময়ে যখন থেকে কলকারখানা গড়ে উঠেছিল অর্থাৎ অধুনা বিশ্বের সূচনা হয়েছিল
মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। ১৮৮৬ সালের এদিনে বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা।
সেদিন শ্রমিকরা ৮ ঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। শ্রমিক সমাবেশ কে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নাই লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে।
বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের উপর নির্বিচারে গুলি চালালে অন্তত দশ শ্রমিক প্রাণ হারান। অবশেষে তীব্র আন্দোলনে মুখের শ্রমিকদের দৈনিক আট ঘন্টা কাজের দাবি মেনে বাধ্য হয় যুক্তরাষ্ট্রের সরকার।পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগো রক্ত ঝরা কে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে মেয়ে আন্তর্জাতিক শ্রম সংহিত দিবস হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে সারা বিশ্বে শ্রমিক সংহতির আন্তর্জাতিক দিবস হিসেবে মে মাসের ১ তারিখে মে দিবস পালিত হচ্ছে। বাংলাদেশে এবারের প্রতিপাদ্যের বিষয় হলো শ্রমিক মালিক ঐক্য গড়ি শপথ করি
হাতুড়ি শাবল গাঁইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়,
পাহাড়-কাটা সে পথের দু’পাশে পড়িয়া যাদের হাড়,
তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে ও কুলি,
তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাল ধূলি
https://www.livewell99.com/2024/04/blog-post_29.html